Date: December 03, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মাধবদীর পাঁচদোনাতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মাধবদীর পাঁচদোনাতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

August 23, 2023 02:23:10 PM   জেলা প্রতিনিধি
মাধবদীর পাঁচদোনাতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আলতাব হোসেন:
“যারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসাবে দেখতে চেয়েছিল যারা পাকিস্তানের গোলামী করতে জন্ম হয়েছিল সেই গোষ্ঠী তারা স্বাধীনতার সংগ্রামের সময় রাজাকার সেজে সাধারণ মানুষকে হত্যার নীল নকশা প্রণয়ন করেছিল এবং পাকিস্তানের বাহিনীদের লেলিয়ে দিয়েছিল, আমাদের মা-বোনদেরকে ধরে নিয়ে পাকিস্তানি বাহিনীর হাতে সোপর্দ করেছিল আল বদর রূপে বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল পরবর্তীতে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।”

মাধবদীর পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনোয়ারুল আশরাফ খান দিলীপ। নরসিংদী মাধবদীর পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ আগস্ট) চেয়ারম্যান মিলস সংলগ্ন মাঠে পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী-২ আসন (পলাশ) সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌরসভার মেয়র, আল মুজাহিদ হোসেন (তুষার), পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রফেসর কামরুল ইসলাম গাজী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক, ড. মাসুদা সিদ্দিক রোজী, পলাশ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, সেলিনা আক্তার, চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলেই পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট নিজস্ব অর্থায়নে করা সম্ভব হয়েছে বাংলাদেশ বয়স্কদের জন্য ভাতা দিতে পারতেছে বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা এবং জনগণের কথা চিন্তা করে বলেই গৃহীনদের গৃহ দিয়েছেন ভূমিহীনদের ভূমি দিয়েছেন, এবং বাংলাদেশকে আরো উন্নয়নশীল রাষ্ট্র ও জনগণের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান।