Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / মুনাফায় ধস লিন্ডে বিডি

মুনাফায় ধস লিন্ডে বিডি

July 31, 2023 09:36:28 AM   ডেস্ক রিপোর্ট
মুনাফায় ধস লিন্ডে বিডি

ডেস্ক রিপোর্ট:

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ধস নেমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটির চলতি বছরের এপ্রিল থেকে জুন সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ৯ টাকা ১৯ পয়সা; ২০২২ সালের একই সময়ে যা ছিল ১৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ প্রায় অর্ধেক কমেছে মুনাফা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ টাকা ৪১ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৩৪ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ প্রায় অর্ধেক আয় বা মুনাফা কমেছে। মুনাফা কমার প্রান্তিকে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭৩ টাকা ৮৫ পয়সা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সময়ে ছিল ৩৯৭ টাকা ৪৪ পয়সা।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১ কোটি ৫১ লাখ ৮০ টাকা পরিশোধিত মূলধনী এই কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৩০০টি। কোম্পানির শেয়ার মূল্য ১ হাজার ৩৯৭ টাকা ৭০ পয়সা।

কোম্পানিটি শেয়ার হোল্ডারদের সবশেষ ২০২২ সালে ৪২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর ২০২১ সালে ৫৫০ শতাংশ নগদ, ২০২০ সালে ৪০০ শতাংশ নগদ, ২০১৯ সালে ৫০০ শতাংশ এবং ২০১৮ সালে ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।