Date: April 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মালিক সমিতির কার্যালয়ে তালা, সরিষাবাড়ির যমুনা সার কারখানায় পরিবহন সংকট

মালিক সমিতির কার্যালয়ে তালা, সরিষাবাড়ির যমুনা সার কারখানায় পরিবহন সংকট

April 14, 2025 03:38:27 PM   উপজেলা প্রতিনিধি
মালিক সমিতির কার্যালয়ে তালা, সরিষাবাড়ির যমুনা সার কারখানায় পরিবহন সংকট

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানায় পরিবহন মালিক সমিতির কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় সার পরিবহন ব্যাহত হওয়ায় দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় কৃত্রিম সার সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের আহ্বায়কের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে জবাব না দিয়ে তিনি বিষয়টি সরিষাবাড়ি উপজেলা শ্রমিকদলের নেতাদের জানালে সভাপতি আদমের নেতৃত্বে মিলন, লিটন, জাহাঙ্গীর, মিঠু ও উজ্জ্বলসহ একদল নেতাকর্মী গত শুক্রবার তারাকান্দির ট্রাক-মিনিবাস ও ট্যাংক-লড়ি মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে ট্রাক চালক শফিক ও জুলহাসসহ কয়েকজনকে মারধরের অভিযোগও ওঠে।

ঘটনার পর থেকে পরিবহন শ্রমিক ও মালিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা জানান, ইরি-বোরো মৌসুমের পিক টাইমে এ ধরনের ঘটনা সার পরিবহন কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যমুনা সার কারখানার অধীন ১৬ জেলার কমান্ড এরিয়ায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অভিযুক্ত আকরাম হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “ট্রাক চালক ইউনিয়নে কিছু অসাধু ব্যক্তি চাঁদাবাজিসহ নানা অপকর্ম করছিল, আমি এর প্রতিবাদ করায় আমাকে বহিষ্কার করা হয়েছে। পরিবহন অফিসে তালা দেওয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ায় শ্রমিকদলের নেতারা তালা দিয়েছে।”

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল মোতালেব জানান, “আমি ছুটিতে থাকার সময় ঘটনাটি ঘটেছে। বর্তমানে কী অবস্থায় আছে, কর্মস্থলে ফিরে তা বলতে পারব।”

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে চলমান বোরো মৌসুমে সার সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।