Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / মেসি ৩২ মিটার দূর থেকে যেভাবে গোল করলেন

মেসি ৩২ মিটার দূর থেকে যেভাবে গোল করলেন

August 16, 2023 09:15:48 AM   ক্রীড়া ডেস্ক
মেসি ৩২ মিটার দূর থেকে যেভাবে গোল করলেন

ক্রীড়া ডেস্ক:

বয়স ৩৬ ছাড়িয়েছে। কিন্তু এখনও দুর্দান্ত লিওনেল মেসি। বিশেষ করে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি যেন আরও উজ্জীবিত। তার জাদুকরী পারফরম্যান্সে জয়রথ ছুটছে ডেভিড বেকহামের দলের। লিগস কাপে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে দলটি। বুধবার সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের এই দলটি।

এদিন বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘতম গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মহাতারকা। ম্যাচের ২০ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। প্রতিপক্ষের অর্ধে জোসেফ মার্টিনেজের কাছ থেকে বল পেয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। তার বাঁ পাশে ছিলেন রবার্ট টেইলর। সবাই ভেবেছিলেন হয়তো তাকেই পাস দিবেন মেসি। কিন্তু তা না করে ৩২.১ মিটার দূর থেকে আচমকা শট নেন মেসি। তার বুলেট গতির গড়ানো শট গোলরক্ষক আন্ড্রে ব্লেক ঝাঁপিয়ে হাতে লাগালেও শেষ রক্ষা করতে পারেননি। চলতি আসরে মেসির এটা নবম গোল। টানা ছয় ম্যাচেই গোল পেলেন তিনি।