Date: November 25, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / মাস্ক পরে গাড়িতে আগুন, গ্রেপ্তার করল ডিবি

মাস্ক পরে গাড়িতে আগুন, গ্রেপ্তার করল ডিবি

December 08, 2023 09:39:14 AM   ডেস্ক রিপোর্ট
মাস্ক পরে গাড়িতে আগুন, গ্রেপ্তার করল ডিবি

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় সিটি কর্পোরেশনের ট্রাকে আগুন লাগানোর ঘটনায় মো. সেলিম ওরফে জসিম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নগরের চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. সেলিম ডবলমুরিং থানার পশ্চিম ঝরনা পাড়া সুলতান মিস্ত্রির বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। ডিবি সূত্র জানায়, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ চলাকালে গত ৩ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটের দিকে ডবলমুরিং থানার বারকোয়ার্টার পীর আলী শাহ মাজারের পাশের সড়কে একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়। এরপর অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেপ্তারে মাঠে নামে মহানগর ডিবি। একপর্যায়ে ৭ ডিসেম্বর অগ্নিসংযোগের ঘটনায় জড়িত একজনকে চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি বন্দর ও পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) আলী হোসেন ঢাকা পোস্টকে বলেন, অগ্নিসংযোগের মামলাটি তদন্তে নেমে প্রথমে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। ফুটেজে দেখা যায়, দুষ্কৃতিকারীরা নিজেদের পরিচয় গোপন করার জন্য মুখে মাস্ক এবং শরীরে চাদর জড়িয়ে অগ্নিসংযোগে অংশ নেয়। তবে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গুপ্তচরের মাধ্যমে একপর্যায়ে অভিযুক্তরা শনাক্ত হয়। এর মধ্যে বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবক স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সিটি কর্পোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ করেছেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ডবলমুরিং এবং হালিশহর থানায় একাধিক নাশকতা মামলা রয়েছে।