Date: December 18, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / মাহবুবুর রহমান জসীমের নেতৃত্বে পাটগ্রাম উপজেলায় যুব অধিকার পরিষদের র‍্যালি অনুষ্ঠিত

মাহবুবুর রহমান জসীমের নেতৃত্বে পাটগ্রাম উপজেলায় যুব অধিকার পরিষদের র‍্যালি অনুষ্ঠিত

December 18, 2024 07:22:35 AM   জেলা প্রতিনিধি
মাহবুবুর রহমান জসীমের নেতৃত্বে পাটগ্রাম উপজেলায় যুব অধিকার পরিষদের র‍্যালি অনুষ্ঠিত

মোস্তফা,পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুর রহমান জসীমের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি পাটগ্রাম উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে পাটগ্রাম উপজেলার টিএনএস স্কুলের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ লালমনিরহাটের সহ-সভাপতি এস এ সিন্টু হাসান, গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব লিমন হোসেন, এবং যুব অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তিতুমীর খন্দকার, মুকুল হোসেন, জিকরুল ইসলাম জাকির, রানা মোঃ এরশাদুল, মজনু মিয়া, সামসুল হক, এবং মামুনুর রশিদ রতন।

র‍্যালিতে বক্তারা কৃষি খাতের সমস্যা নিয়ে কথা বলেন। তারা স্পষ্টভাবে জানান, সার ও বীজ নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না। কৃষকদের ন্যায্য দামে সার ও বীজ প্রদান নিশ্চিত করতে হবে। কৃষকদের জন্য সারের মূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। বক্তারা বলেন, সার বিক্রেতাদের অবশ্যই মেমো প্রদান করতে হবে এবং এ বিষয়ে কৃষকদের অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, সারের বাজার নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো জরুরি। কারণ, সারের অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ক্ষতিগ্রস্ত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মাহবুবুর রহমান জসীম তার বক্তব্যে বলেন, “যুবসমাজ এবং কৃষক শ্রেণির অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ সবসময় সচেষ্ট থাকবে। কৃষকদের কষ্ট লাঘব এবং তাদের অধিকার সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

র‍্যালিটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং কৃষি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি ইতিবাচক বার্তা দেয়।