Date: January 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / মামুনূর রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো রঙ্গপুর ক্রীড়া চক্র

মামুনূর রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো রঙ্গপুর ক্রীড়া চক্র

October 13, 2022 02:38:26 AM   জেলা প্রতিনিধি
মামুনূর রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো রঙ্গপুর ক্রীড়া চক্র

জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাটে মামুনুর রশিদ স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের ‘রঙ্গপুর ক্রীড়া চক্র’। আজ বিকেল তিনটায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মজিবর রহমান সরকারি কলেজের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৪-১ গোলের ব্যবধানে মামুনূর রশিদ স্মৃতি ক্রীড়া সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রঙ্গপুর ক্রীড়া চক্র। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রঙ্গপুর ক্রীড়া চক্রের প্লেয়ার গালিব আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী, হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, আক্কেলপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল প্রমুখ।

20221012_172545 copy

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক সন্ত্রাস থেকে ফেরাতে হলে এ ধরনের সুস্থ ধারার ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই। হেযবুত তওহীদ বিগত ২৭ বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে ইসলামের প্রকৃত শিক্ষা দ্বারা মানবজাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সভা, সেমিনার, ক্রীড়া চর্চাসহ নানামুখী কার্যক্রম করে যাচ্ছে। হেযবুত তওহীদ বিশ্বাস করে সারা পৃথিবীময় যে অন্যায়-অশান্তিপূর্ণ সংকট চলছে, সেই সংকট নিরসনে ধর্মের প্রকৃত শিক্ষা দ্বারা মানবজাতিকে ঐক্যবদ্ধ করার কোন বিকল্প নেই। হেযবুত তওহীদের এই কাজকে আরও বেগবান করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনাও করেন তিনি।
মামুনূর রশিদ স্মৃতি ক্রীড়া সংঘের সভাপতি মাসুদ রানা চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক রিয়াল তালুকদার, বগুড়া-জয়পুরহাট অঞ্চলের সভাপতি আশেক মাহমুদ, আক্কেলপুর উপজেলা সভাপতি গাজীউল ইসলামসহ আরো অনেকে।
খেলার শুরুতে হেযবুত তওহীদের আক্কেলপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মরহুম মামুনূর রশিদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।