ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপে আরও এক ধাপ এগিয়ে গেছে আর্জেন্টিনা। শেষ ষোলোতে অস্ট্রেলিয়া-বাধা জয় করার পর কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার চেয়ে কঠিন প্রতিপক্ষ ডাচ্। লুই ফন গালের অধীন বিশ্বকাপেও আছে দারুণ ছন্দে। তাই অস্ট্রেলিয়ার চেয়ে সেই ম্যাচে লিওনেল মেসিদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, সেটা বলাই যায়। ম্যাচটি যে কঠিন হবে, এক বাক্যেই মেনে নিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোও।
তবে এই পরীক্ষায় উতরে যাওয়ার মতো সামর্থ্যও দলের আছে বলে মনে করেন টটেনহামের তারকা। তিনি দলের প্রত্যেককে আখ্যা দিয়েছেন একেকজন যোদ্ধা হিসেবে, যাঁরা শিরোপা জয়ের জন্য জীবনও দিতে পারেন!
আর্জেন্টিনার জন্য যেমন নেদারল্যান্ডস কঠিন প্রতিপক্ষ, তেমনি নেদারল্যান্ডসের জন্যও কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনা। এরই মধ্যে স্কালোনির দল তাদের কৌশল নিয়ে ভাবা শুরু করেছে।
ম্যাচ শেষে রোমেরো জানিয়েছেন, ‘নেদারল্যান্ডস কঠিন প্রতিপক্ষ। ডাচ্ ফুটবলারদের সামর্থ্য সম্পর্কে আমাদের ধারণা আছে। এরই মধ্যে আমরা কীভাবে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলব, তা নিয়ে ভাবা শুরু করেছি। আমরা ২৬ জন যোদ্ধা। সবাই প্রস্তুত। কোচ সিদ্ধান্ত নেবেন কারা খেলবেন, আমরা সবাই জীবন দিয়ে চেষ্টা করব, সব সময়ের মতো। প্রতিটি দিনের জন্যই আমরা প্রস্তুত।’