প্রযুক্তি ডেস্ক:
বন্ধু বা পরিচিতদের সঙ্গে বার্তা আদান-প্রদানের পাশাপাশি ফেসবুকে নিয়মিত ছবি, ভিডিও বা লেখা পোস্ট করেন অনেকেই। তবে অনেক সময় ব্যস্ততার কারণে নির্দিষ্ট সময়ে পোস্ট করা সম্ভব হয় না। আবার কখনো সময়ের তারতম্যের কারণে গভীর রাতে ছবি বা ভিডিও আপলোডের প্রয়োজন হয়ে থাকে। তবে চিন্তার কিছু নেই, ফেসবুকে চাইলেই পোস্ট শিডিউল সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট সময়ে ছবি, ভিডিও বা লেখা পোস্ট করা যায়। তবে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সুবিধা ব্যবহার করা যায় না। ফেসবুক পেজ বা গ্রুপের প্রশাসকেরা শুধু পোস্ট শিডিউল সুবিধা ব্যবহার করতে পারেন।
ফেসবুক পেজ থেকে পোস্ট শিডিউল করার জন্য প্রথমে পেজে প্রবেশ করতে হবে। এরপর ‘হোয়াটস অন ইউর মাইন্ড’ ট্যাবে ক্লিক করে নির্দিষ্ট লেখা, ছবি বা ভিডিও আপলোড করতে হবে অথবা নতুন বার্তা লিখতে হবে। এরপর ওপরের ডানদিকে থাকা নেক্সট বাটনে ক্লিক করে শিডিউলিং অপশনস নির্বাচন করতে হবে। এবার শিডিউল ফর লেটার নির্বাচন করলেই তারিখ ও সময় নির্ধারণের অপশন দেখা যাবে। পোস্ট প্রকাশের দিনক্ষণ নির্ধারণের পর ব্যাক অ্যারো বাটনে ট্যাপ করে পোস্ট বাটনে ক্লিক করতে হবে।
ফেসবুক গ্রুপ থেকে শিডিউল পোস্ট করার জন্য প্রথমে নির্দিষ্ট গ্রুপে প্রবেশ করতে হবে। এরপর ‘রাইট সামথিং’ বাটনে ক্লিক করে নির্দিষ্ট লেখা, ছবি বা ভিডিও আপলোড করতে হবে অথবা নতুন বার্তা লিখতে হবে। এরপর ওপরে থাকা শিডিউল অপশনে থাকা ট্যাপ শিডিউল পোস্ট টগলটি চালু করতে হবে। এরপর দিনক্ষণ নির্ধারণের পর ওপরে থাকা শিডিউল বাটনে ক্লিক করতে হবে।