Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুনে একজনের মৃত্যু

রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুনে একজনের মৃত্যু

February 20, 2023 01:03:21 PM   স্টাফ রিপোর্টার
রাজধানীর গুলশানে বহুতল ভবনে আগুনে একজনের মৃত্যু

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি বহুতল আবাসিক ভবনের ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নারী ও শিশুসহ এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ২২ জনকে জীবিত উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৬-৭টি ইউনিট কাজ করছিল। তবে আগুন নিয়ন্ত্রণে না আসায় ইউনিট আরও বাড়ানো হয়েছে। বর্তমানে ১৫টি ইউনিট কাজ করছে। এ পর্যন্ত ফায়ার সার্ভিস মোট ২২ জনকে জীবিত উদ্ধার করেছে। এর মধ্যে পুরুষ ৯ জন, মহিলা ১২ জন ও শিশু ১ জন। তবে কীভাবে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি।

এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সনাতন রায় এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২তলা ভবনের ৭তলায় আগুন লাগে। আবাসিক ওই ভবনে অনেক পরিবার বসবাস করছে। আগুনে কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার কাজ করছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, নাম-পরিচয়হীন আনুমানিক ৩০ বছরের এক ব্যক্তি ভবন থেকে লাফ দিয়ে মারা গেছে। হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।