বরগুনায় হঠাৎ করে রাতের আঁধারে আস্ত একটি চালতা গাছ নদীর মাঝে চলে গেছে। শুধু তাই নয়, গাছটি পাড় থেকে নদীর মাঝে গিয়েও দিব্বি দাঁড়িয়ে রয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাছটি এক নজর দেখতে ভিড় করছে উৎসুক জনতা। কেউ কেউ বলছেন, জিন-পরীর মাধ্যমে এ ঘটনা ঘটেছে। আবার কেউ বলছেন, নদীর পাড় ভেঙে গাছটি নদীর মাঝে চলে গেছে।
বরগুনা সদর উপজেলার ঢলুয়া নামক এলাকার খাকদোন নদীতে এ ঘটনা ঘটেছে। সরেজমিনে ঘটনাস্থল ঘুরে জানা যায়, গত বুধবার (৪ ডিসেম্বর) রাতের যে কোনো সময় পাড় থেকে আস্ত ওই চালতা গাছটি খাকদোন নদীর মাঝে চলে গিয়ে দাঁড়ানো অবস্থায় রয়েছে।
স্থানীয় বাসিন্দারা কেউ এ ঘটনাটি সরাসরি না দেখায় এলাকাজুড়ে এক প্রকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, এটি একটি অলৌকিক ঘটনা, জিন বা পরীরা গাছটিকে নিয়ে গেছে নদীর মাঝে। অনেকে আবার বলছেন, ভাঙন এলাকা হওয়ায় পাড় ভেঙে গাছটি নদীর মাঝে চলে গেছে।
তবে নদীর মাঝে গিয়েও চালতা গাছটি দিব্বি দাঁড়িয়ে রয়েছে। এমনকি দুই পাশ থেকে ছোট-বড় নৌকা, ট্রলার ও লঞ্চ চলাচলের পরও সেখান থেকে এক বিন্দুও সরছে না গাছটি। এমন খবর ছড়িয়ে পড়ায় ওই চালতা গাছটি এক নজর দেখতে ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা নানা বয়সী নারী-পুরুষ ও স্থানীয়রা। স্মৃতি সংরক্ষণ করতে কেউ কেউ ছবি তুলছেন, আবার কেউ করছেন ভিডিও।
বাংলাদেশ নদী রক্ষা কমিটির বরগুনা জেলা শাখার সদস্য এবং ওয়াটার্স কিপার আমতলী ও তালতলী উপজেলার সমন্বয়ক আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, অপরিকল্পিতভাবে খাকদোন নদীতে ড্রেজিং করায় নদীর পাড় খারা হয়ে গেছ। এ কারণেই পাড় ভেঙে বেশি মাটিসহ গাছটি নদীর মাঝে চলে গিয়ে দাঁড়িয়ে আছে। নদী ভাঙন এবং অপরিকল্পিত নদী খননের ফলে এ ঘটনা ঘটেছে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়।