Date: May 18, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / রোনালদোদের ম্যাচ পরিচালনার দায়িত্বে ‘কার্ডম্যান’ লাহোজ

রোনালদোদের ম্যাচ পরিচালনার দায়িত্বে ‘কার্ডম্যান’ লাহোজ

March 08, 2023 07:26:26 PM   ক্রীড়া ডেস্ক
রোনালদোদের ম্যাচ পরিচালনার দায়িত্বে ‘কার্ডম্যান’ লাহোজ

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে ১৮টি কার্ড দেখিয়ে আলোচনায় এসেছিলেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনি মাতেও লাহোজ। বিশ্বকাপের পর লা লিগায় বার্সেলোনা ও এস্পানিওয়েল ম্যাচেও ১৭টি কার্ড দেখান ৪৫ বছর বয়সী এই রেফারি। যার কারণে লাহোজকে সাময়িক বিরতিতে পাঠাতে বাধ্য হয়েছিল স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। এরই মধ্যে নতুন খবর, সৌদি প্রো লিগে রোনালদোদের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বিতর্কিত সেই ‘কার্ডম্যান’ লাহোজ।  

কার্ড দেখানোর প্রবণতার কারণে বিশ্বকাপে লাহোজকে পাগল সাব্যস্ত করেছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। লাহোজের বদমেজাজের কথা জানাতে গিয়ে বলেছিলেন, 'রেফারি আস্ত পাগল। আপনি তাকে কিছু জিজ্ঞেস করতে যাবেন, সে আপনার সঙ্গে চিৎকার করবে।’

লাহোজের ম্যাচ পরিচালনা দেখে হতাশ হয়ে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, ‘সে রেফারি হিসেবে পুরো ম্যাচটাকে নিয়ন্ত্রণ করেছে। অযথাই অনেক কার্ড দেখিয়েছে। তাকে শান্ত থাকা উচিত এবং হৃদস্পন্দনকে ধরে রাখা উচিত।’

বৃহস্পতিবার (০৮ মার্চ) রাতে সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল ইত্তিহাদের মুখোমুখি হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। আর হাই-ভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘কার্ডম্যান’ হিসেবে পরিচিতি পাওয়া লাহোজ। এমন খবরই দিয়েছে স্প্যানিশ আউটলেট এএস।

লিগ শিরোপার দৌড়ে ম্যাচটি দুদলেরই জন্যই গুরুত্বপূর্ণ। তবে এমন ম্যাচে লাহোজের মতো বিতর্কিত রেফারি দায়িত্ব পাওয়ায় কিছুটা হতাশ হতে পারেন সিআরসেভেন সমর্থকরা। তবে স্প্যানিশ মিডিয়াতে এমন খবরও বেরিয়েছে, রোনালদোর সঙ্গে লাহোজের ব্যক্তিগত সম্পর্ক বন্ধুসুলভ। তবে মাঠে শেষ পর্যন্ত সেই সম্পর্ক কোন পরিস্থিতিতে গিয়ে ঠেকে সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, লাহোজ তার ক্যারিয়ারে ২ হাজার ৪৫৭টি কার্ড দেখিয়েছেন। এর মধ্যে লা লিগায় তিনি ১ হাজার ৪২৪টি কার্ড দেখিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২৯টি কার্ড দেখিয়েছেন কোপা দেল রেতে। চ্যাম্পিয়ন্স লিগে তিনি ৪১টি ম্যাচ পরিচালনায় কার্ড দিয়েছেন ১৬০টি।