Date: March 09, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / রংপুরে গুজব ছড়িয়ে হেযবুত তাওহীদের উপর হামলা-লুটপাট-অগ্নিসংযোগ, আহত ২০

রংপুরে গুজব ছড়িয়ে হেযবুত তাওহীদের উপর হামলা-লুটপাট-অগ্নিসংযোগ, আহত ২০

February 24, 2025 09:37:06 AM   স্টাফ রিপোর্টার
রংপুরে গুজব ছড়িয়ে হেযবুত তাওহীদের উপর হামলা-লুটপাট-অগ্নিসংযোগ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগাছায় মিথ্যা গুজব ছড়িয়ে, মসজিদের মাইকে উসকানিমূলক প্রচার চালিয়ে হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে কয়েক দফায় হামলা চালিয়েছে উগ্রবাদী সন্ত্রাসীরা। এই নৃশংস হামলায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সংগঠনের দুই সদস্য শাহীন ও সুজনকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়াও হামলায় কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ হেযবুত তওহীদের স্থানীয় সদস্যদের।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রংপুরের পীরগাছার ২নং পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড নাগদহ ছিদাম বাজার সংলগ্ন হেযবুত তওহীদের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা লাঠি, রড, রাম দা, কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ চালায়।

হামলার ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন- ডা. আজিজ, সুজন আলী, ওবায়দুল হক, মনিরুজ্জামান বাবু, মনির হোসেন, আলমগীর হোসেন, জাফর, ভুট্টু, মুইন উদ্দীন, ইমরান রানা, গফুর আলী, আবিয়াজ রহমান সাগর ও এমদাদ। অপহৃতদের সন্ধানে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় রয়েছেন।

হেযবুত তওহীদের স্থানীয় সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন ধরে একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তারা সংগঠনের সদস্যদের ‘হিন্দু’, ‘বিধর্মী’, ‘কাফের’ ইত্যাদি বলে চিহ্নিত করে জনসাধারণকে উসকে দেয়। মসজিদের মাইকে মিথ্যা তথ্য প্রচার করে লোকজনকে জড়ো করা হয় এবং পরিকল্পিতভাবে হামলার ছক কষা হয়। এ নিয়ে প্রশাসনকে আগেভাগেই অবহিত করা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তা উগ্রবাদীদের আরও বেপরোয়া করে তোলে বলে অভিযোগ হেযবুত তওহীদ সদস্যদের।

জানা যায়, আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে প্রথম দফায় হামলার পর তারা মসজিদের মাইকে মাইকে ঘোষণা দেয়, “নাগদহ ছিদাম বাজার এলাকায় হিন্দুরা মুসলমানদের উপর হামলা করেছে। আপনারা হিন্দুদের প্রতিহত করার জন্য এগিয়ে আসেন।” এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে তারা হাজারো ধর্মবিশ্বাসী মানুষকে ক্ষিপ্ত করে তোলে এবং বেলা সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় হামলা চালাতে থাকে। তারা প্রথমে ৫টি বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে ওই বাড়িগুলো এবং বেশ কিছু মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। এসময় পুলিশ ও সেনা-সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই হামলা বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে। এর মধ্যে কয়েক দফায় লুটপাট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রকৃত ঘটনা তুলে ধরে এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে হামলাকারীদের আড়াল না করে।

এই হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণের মধ্যেও নিরাপত্তাহীনতার শঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে । তবে হেযবুত তওহীদের পক্ষ থেকে বলা হয়েছে- এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।