Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / রাষ্ট্রসংস্কারের মূলনীতি হোক কোর’আন : হোসাইন মোহাম্মদ সেলিম

রাষ্ট্রসংস্কারের মূলনীতি হোক কোর’আন : হোসাইন মোহাম্মদ সেলিম

November 23, 2024 01:37:45 PM   অনলাইন রিপোর্টার
রাষ্ট্রসংস্কারের মূলনীতি হোক কোর’আন : হোসাইন মোহাম্মদ সেলিম

রাষ্ট্রসংস্কারের মূলনীতি হোক কোর’আন। কারণ মানুষের তৈরি বিধান, সিস্টেম ত্রুটিযুক্ত। এই ত্রুটিযুক্ত সিস্টেম সংস্কার করেও লাভ নেই। এতে বৈষম্য দূর হবে না, ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর যাত্রাবাড়ীর গেন্ডারিয়ায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে হেযবুত তওহীদের আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে হোসাইন মোহাম্মদ সেলিম রাষ্ট্রব্যবস্থা সংস্কারে ইসলামের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন। এই রূপরেখায় আল্লার বিধানকে মানদণ্ড করে রসুল (সা.) এর প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থাকে স্ট্যান্ডার্ড ধরে আধুনিক বাংলাদেশের শাসনব্যবস্থা, রাষ্ট্রপ্রধান ও চেইন অব কমান্ড, প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক দল, বিচার বিভাগ, শিক্ষাব্যবস্থা, সামরিক বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থব্যবস্থা, বিভিন্ন ধর্মের মানুষের প্রতি আচরণ, নারী অধিকার, শাসকের সমালোচনা ও জবাবদিহিতা, পররাষ্ট্রনীতি, প্রকৃতি পুনরুদ্ধার, কৃষি ব্যবস্থা, পরিবহন ব্যবস্থাসহ সকল বিষয় তুলে ধরেন।

এর আগে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় স্বাধীনতার পর থেকে বহু ধরনের সরকার ব্যবস্থা গঠন হয়েছে, বহুবার বহু সংস্কার হয়েছে কিন্তু জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন আমরা দেখি নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার অধীনে বিভিন্ন দিক থেকে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রস্তাব আসছে। সাধারণ মানুষের মধ্যেও একটা বৈষম্যহীন, অন্যায়, অবিচার, দুর্নীতি, অপরাজনীতিমুক্ত একটি রাষ্ট্রব্যবস্থা কায়েমের চেতনা সৃষ্টি হয়েছে। ht-program-23-11-2024-2.jpg

একটি রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে কি না তা নির্ভর করে ঐ রাষ্ট্রে গৃহীত ব্যবস্থা, নিয়ম-কানুন বা সিস্টেমের উপরে। সিস্টেমটা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে কখনোই সেখানে শান্তি আসবে না। এজন্য প্রয়োজন একটা নির্ভুল ব্যবস্থা বা সিস্টেম। যা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। একমাত্র আল্লার দেওয়া জীবনব্যবস্থা, আল্লার দেওয়া সিস্টেম ইসলামই পারে ন্যায়, সাম্য, সুবিচার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে -মন্তব্য করেন তিনি।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, যদি আমরা বাস্তবিক অর্থে শান্তি পেতে চাই তাহলে আমাদেরকে এই সিদ্ধান্তে আসতে হবে যে, আমরা সার্বভৌমত্বের প্রশ্নে, চূড়ান্ত সিদ্ধান্তের প্রশ্নে আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম-বিধান মানবো না। যদি না মানি তাহলে ভিন্ন কথা। কিন্তু শান্তিতে বসবাস করতে হলে আল্লার তওহীদের, সার্বভৌমত্বের বিকল্প নাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন, প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, হেযবুত তওহীদের মুখপাত্র ও আন্তুর্জাতিক প্রচার সম্পাদক মশিউর রহমান, নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, তথ্য সম্পাদক এস এম সামছুল হুদা, সাহিত সম্পাদক রিয়াদুল হাসান প্রমুখ। এছাড়াও হেযবুত তওহীদের কেন্দ্রীয় সম্পাদক ও সকল পর্যায়ের আমিরগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে সকল ধরনের বৈষম্যহীন, অন্যায়, অবিচার, দুর্নীতি, অপরাজনীতিমুক্ত এবং ন্যায়, সুবিচার, শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা ইসলামকে প্রস্তাব করেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রস্তাবনায় আল্লাহর হুকুম ও রসুল (সা.) এর নীতি অনুযায়ী শাসনব্যবস্থা, অর্থব্যবস্থা, বিচারব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, চিকিৎসাব্যবস্থা, শ্রমব্যবস্থা, পরিবহন ব্যবস্থাসহ সকল বিষয়ে পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়। যেখানে সংস্কারের মূলনীতিই হচ্ছে, সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়া। হেযবুত তওহীদের ঢাকা আমির ডা. মাহবুব আলম মাহফুজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং উপস্থাপনা করেন কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান সুমন।