রাজধানীর ডেমরায় ৫ তলা ভবনের ছাঁদ থেকে পড়ে শিশুসহ এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর সাড়ে ৬টার দিকে ডেমরার ডগাইর পূর্ব পাড়ার (সাবেক সানারপাড়) এলাকায় এ ঘটনা ঘটে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান।
নিহতরা হলেন- হালিমা বেগম (২৫) এবং তার দেড় বছরের শিশুসন্তান সাদমান। ওই নারী তার স্বামীর সঙ্গে ভবনটির ৫ তলায় ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমা বেগমকে মৃত ঘোষণা করেন। মায়ের মৃত্যুর ৩ ঘণ্টা পর মারা যায় শিশু সাদমান।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন হালিমা বেগম। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের স্বামী শাহিনুর ইসলাম সোনারগাঁও স্কুলে শিক্ষকতা করতেন। এ ঘটনায় স্বামী শাহিনুরকেও আটক করেছে ডেমরা থানা পুলিশ। ভবনের মালিক তাজুল ইসলাম জানিয়েছেন, সকালের দিকে ওই নারীর স্বামী শাহিনুর ইসলাম তাকে ফোন করে জানান, তার স্ত্রী ছাঁদ থেকে পাশের ডোবায় পড়ে গেছে। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি অসাবধানতাবশত ছাঁদ পড়েছেন তা জানাতে পারেননি শাহিনুর ইসলাম।