Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় হাসপাতালে ভর্তি আহত কনস্টেবল আজাদ

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় হাসপাতালে ভর্তি আহত কনস্টেবল আজাদ

November 20, 2022 09:50:06 PM   স্টাফ রিপোর্টার
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় হাসপাতালে ভর্তি আহত কনস্টেবল আজাদ

স্টাফ রিপোর্ট:

জঙ্গি ছিনতাইয়ের সময় মারধর ও পেপার স্প্রেতে আহত পুলিশ কনস্টেবল আজাদকে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল ভর্তি করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে আটক ১২ আসামিকে আদালতে হাজির করা। এছাড়া জামিনে থাকা দুই আসামি আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। তবে পলাতক ছয় আসামি উপস্থিত ছিলেন না। শুনানি শেষে তাদের আদালত থেকে বের করা হয়।

এরপর সিএমএম আদালতের হাজতখানায় নেওয়ার পথে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে চার জঙ্গি পুলিশের চোখে স্প্রে করে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়।

এসময় তারা একটা মোটরসাইকেল ফেলে রেখে যায়। এরপর পুলিশ কনস্টেবল আজাদকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।