Date: January 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / রোহিতের ‘পুলিশ বিশ্বে’ সালমানের ‘চুলবুল পাণ্ডে’

রোহিতের ‘পুলিশ বিশ্বে’ সালমানের ‘চুলবুল পাণ্ডে’

December 19, 2022 10:47:20 PM   বিনোদন প্রতিবেদক
রোহিতের ‘পুলিশ বিশ্বে’ সালমানের ‘চুলবুল পাণ্ডে’

বিনোদন প্রতিবেদক: ‘সার্কাস’ ছবির প্রচারণায় দলবল নিয়ে ‘বিগ বস’-এর সেটে হাজির হয়েছিলেন পরিচালক রোহিত শেঠি। সেখানেই ইঙ্গিত দিলেন তার পরবর্তী কাজের। যে ছবির অংশ হতে পারেন সালমান খান অভিনীত জনপ্রিয় চরিত্র ‘চুলবুল পাণ্ডে’।

সালমানকে নিয়ে ছবি করার ইচ্ছে তার অনেকদিনের। সুযোগের অপেক্ষায় ছিলেন ‘সিম্বা’, ‘সিংহাম’ এবং ‘সূর্যবংশী’র মতো পুলিশ চরিত্রের নির্মাতা। পুলিশ অফিসার ‘চুলবুল পাণ্ডে’ সেই বিশ্বে পা রাখবেন না, তা কি হয়?

নতুন ভাবনা প্রসঙ্গে রোহিত বললেন, “১১০ শতাংশ নিশ্চিত করতে পারি, চুলবুল পাণ্ডে যেকোনো সময় ‘পুলিশ বিশ্বে’ প্রবেশ করতে পারে।” শুনে উচ্ছ্বসিত উপস্থিত সকলেই।

২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে আরবাজ খান প্রযোজিত ‘দাবাং’ ফ্রাঞ্চাইজিতে পুলিশ অফিসার ‘চুলবুল পাণ্ডে’র ভূমিকায় সাড়া ফেলেছিলেন সালমান। তাকে রোহিতের সঙ্গে কাজ করতে দেখে নতুন উন্মাদনা তৈরি হবে, সে বিষয়ে নিশ্চিত প্রযোজকেরাও।

উল্লেখ্য, ‘সার্কাস’ ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। এতে আরও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে, বরুণ শর্মা, সিদ্ধার্থ যাদব, জনি লিভার, সঞ্জয় মিশ্র প্রমুখ। বড়দিনের আমেজে আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটি।