Date: January 21, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন, ভাইস চেয়ারম্যান মারুফ ও হাসিনা নির্বাচিত

রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন, ভাইস চেয়ারম্যান মারুফ ও হাসিনা নির্বাচিত

May 24, 2024 04:22:38 PM   নিজস্ব প্রতিনিধি
রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন, ভাইস চেয়ারম্যান মারুফ ও হাসিনা নির্বাচিত

পীরজাদা মো. মাসুদ হোসেন, লক্ষ্মীপুর :
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে লক্ষ্মীপুরের রায়পুরে নির্বাচন সম্পন্ন হয়েছে । হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্বাশরুদ্ধকর নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মামুনুর রশীদ। ভাইস-চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন এডভোকেট মারুফ বিন জাকারিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হাসিনা আক্তার।
ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট মারুফ ‘টিউবওয়েল’ প্রতীক পেয়েছে ৪৭,৫৪৬ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার গাজী ‘তালা’ প্রতীকে পেয়েছেন ২০,৭১১ , বাতিল ভোট ৪,৩৬০, ব্যবধান ২৬,৮৩৫ ভোট ।
চেয়ারম্যান পদে অধ্যক্ষ মামুন `আনারস’ প্রতীকে ভোট পেয়েছেন  ৩৬,৫৩৬ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ মাষ্টার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩,৮০৮ ভোট, ব্যবধান ২,৭২৮ ভোট । 
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে হাসিনা আক্তার `কলস’ মার্কায় ৩১,৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্দী কোহিনুর বেগম ‘ফুটবল’ প্রতিকে পেয়েছেন ১৯,৯৪১ ভোট। প্রজাপতি প্রতীকে হাজী মাজেদা পেয়েছেন ১৫,০৮১ ভোট ।