সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার সারাদেশ ব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে লালমনিরহাটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
আজ রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়েকর কাকিনা চাপারতল এলাকায় সড়ক অবরোধ করে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। সড়কে বসে নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এসময় বিএনপি নেতাকর্মীদের সড়কে অবস্থানে মহাসড়ক দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি গাড়ি রাস্তার দু পাশে থেমে যায়।
উপজেলা যুগ্ম-আহ্বায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাকের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মমিনুল ইসলাম, শ্রমিকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইদ্রিস আলী, যুবনেতা মিজানুর রহমানসহ নেতারা। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর বাড়ির এলাকা বড় বাড়িতে গাছের গুঁড়ি ফেলে এবং সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবরোধ সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা রাস্তা থেকে সরে পড়েন।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করছে বিষয়টি শুনেছি। সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।