Date: February 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / শিক্ষা সফরে মর্মান্তিক দুর্ঘটনা: সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষা সফরে মর্মান্তিক দুর্ঘটনা: সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

February 22, 2025 01:35:46 PM   উপজেলা প্রতিনিধি
শিক্ষা সফরে মর্মান্তিক দুর্ঘটনা: সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষা সফরের সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে শিক্ষা সফরের আয়োজন করা হয়। সকালে শিক্ষার্থীদের বহনকারী বাসটি সরিষাবাড়ী থেকে রওনা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাসটি যখন সোনাকান্দার বাঘমারা মোড়ে পৌঁছায়, তখন রাশেদুল চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করলে পাশের কাঁঠাল গাছের সঙ্গে তার মাথা ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। সহপাঠী ও শিক্ষকেরা দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে। তার মৃত্যুতে পরিবার, বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ এবং চালককে আটক করে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাসসহ চালককে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ও শিক্ষার্থীদের অভিভাবকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে শিক্ষা সফরের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানিয়েছেন, যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।