Date: May 05, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / শেখ কামাল এ দেশের শিশু-কিশোরদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব

শেখ কামাল এ দেশের শিশু-কিশোরদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব

August 05, 2023 12:17:10 PM   ডেস্ক রিপোর্ট
শেখ কামাল এ দেশের শিশু-কিশোরদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব

ডেস্ক রিপোর্ট: 
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আধুনিক ক্রীড়া মনস্ক, সংস্কৃতিমনা ও রাজনৈতিক সচেতন তরুণ। তিনি ছিলেন কৃতি খেলোয়াড় ও স্পন্দন শিল্পী গোষ্ঠী গঠন করেন। শেখ কামাল এ দেশের শিশু ও কিশোরদের জন্য আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব।

আজ(৫ আগস্ট) বাংলাদেশ শিশু একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান।

অনুষ্ঠানে শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বক্তৃতা করেন।বক্তারা ক্রীড়া, সংস্কৃতি ও ছাত্র রাজনীতিতে শেখ কামালের অসামান্য অবদানের বিষয়ে স্মৃতিচারণ করেন।

এর আগে সকালে ধানমন্ডিতে আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতি ও বনানী সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।