Date: January 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / শৌচাগারে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন আসামি

শৌচাগারে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন আসামি

October 31, 2024 12:37:52 PM   নিজস্ব প্রতিবেদক
শৌচাগারে যাওয়ার কথা বলে থানা থেকে পালালেন আসামি

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মনোয়ারা খাতুন (৩০) নামের মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আমি জীবননগর থানায় গিয়েছিলাম। কর্তব্যে অবহেলার কারণে আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে।

আসামি মনোয়ারা খাতুন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে।

এর আগে গতকাল বুধবার (৩০ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (বিজিবি-৫৮) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিলসহ মনোয়ারা খাতুন ও তার সহযোগী নাজমুল হুদাকে আটক করে জীবননগর থানায় হস্তান্তর করে। ওইদিনই বিজিবির পক্ষ থেকে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়।

জীবননগর থানা সূত্রে জানা যায়, মনোয়ারা খাতুনকে নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছিল। সকালে শৌচাগারে যাওয়ার নাম করে পালিয়ে গেছেন।

এদিকে খবর পেয়ে জীবননগর থানায় উপস্থিত হন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান।

অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জানান, থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় তার বিরুদ্ধে পেনালকোডে আরও একটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।