Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / শুধু বিপিএল দেখেই হৃদয়কে জাতীয় দলে নেওয়া হয়নি : বাশার

শুধু বিপিএল দেখেই হৃদয়কে জাতীয় দলে নেওয়া হয়নি : বাশার

February 24, 2023 06:00:16 PM   ক্রীড়া প্রতিবেদক
শুধু বিপিএল দেখেই হৃদয়কে জাতীয় দলে নেওয়া হয়নি : বাশার

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে নতুন করে নিজেকে চিনিয়েছেন তৌহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা তরুণ এই ব্যাটার আসরজুড়ে খেলেছেন নান্দনিক সব ইনিংস। দেশি-বিদেশি বাঘা বাঘা সব ব্যাটারদের পেছনে ফেলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন হৃদয়। বিপিএল ফাইনাল শেষ হওয়ার আগেই পেয়েছেন পুরস্কার। তবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ার কারণ শুধু বিপিএলই নয়, আরও কারণ জানালেন হাবিবুল বাশার।

বিপিএলের মাঝপথেই আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা করা হয়। বিপিএলে ভালো খেললেও হৃদয় হঠাৎই জাতীয় দলে ডাক পাওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন। ফলে, শুধুই কি বিপিএল তাকে জাতীয় ক্রিকেটে নিয়ে এসেছে কি-না, এ নিয়ে প্রশ্ন তৈরি হয় ভক্ত-সমর্থকদের মনে।

এবার সেই প্রশ্নের জট খুলে দিলেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলন পর্ব চলছে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক বাশার।

এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তৌহিদ হৃদয় প্রসঙ্গে বাশার জানান, ‘আমি দেখেছি হৃদয় চেন্নাইতে ভালো ইনিংস খেলেছে। ওয়ানডেতেও ভালো ব্যাটিং করছিল। সেখানে ম্যাচ জেতানো একটি ইনিংসও খেলেছিল সে। শেষ দুই বছর ধরে কিন্তু...হ্যাঁ প্রিমিয়ার লিগ ভালো খেলে, কিন্তু তার আগে এনসিএল এবং প্রথম শ্রেণির ক্রিকেটেও হৃদয়ের খুব ভালো পারফর্ম ছিল। তাই শুধু বিপিএলে এসেই সে রান করেছে, এমনটা বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘এটা ঠিক যে বিপিএলের পারফরম্যান্স আমাদের চোখে পড়েছে। এক্সট্র অর্ডিনারি পারফর্ম করেছে সে। কিন্তু বিপিএলে যেমন ব্যাটিং সে করেছে নরমালি হৃদয় কিন্তু এমন ব্যাটিং করেনা। প্রথম শ্রেণি বা অন্য জায়গায় সে ডিফারেন্ট ব্যাটিং করত। আমরা সবকিছু নিয়েই চিন্তুা করেছি, শুধু বিপিএল না। বিপিএল সামনে থাকলেও হৃদয়ের শেষ দুই বছরের পারফর্মটা মাথায় ছিল। সব মিলিয়েই তাকে নিয়ে আলোচনা হয়।’