Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

January 26, 2024 12:55:33 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

আবদুল্লাহ তারেক রানা:
গাজীপুরের শ্রীপুরে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় রোমান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বাসার পাশের রাস্তায় খেলার সময় অটোরিকশা ধাক্কা দিলে মাথায় ও গাঁঢ়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার সকালে শ্রীপুর পৌরসভার  লিচু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত দেড় বছর বয়সী শিশু রোমান জামালপুর জেলার সদর উপজেলার হোলাটিয়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে। তার বাবা শ্রীপুর পৌরসভার লিচু বাগান এলাকায় জনৈক খলিল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।
নিহত শিশুর নানি ছলি বেগম বলেন, ‘সকালে নাশতা খেয়ে নাতিকে নিয়ে রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলাম। নাতি পাশেই খেলছিল, এ সময় একটি অটোরিকশা এসে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথা ও ঘাড়ে আঘাত পায়। এরপর আমি ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে চালক পালিয়ে যায়। আমার সামনেই নাতি মারা গেল।
শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রমিজ উদ্দিন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমাকে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। এরপর আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম, মৃত্যুর পর স্বজনেরা লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।