Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুর আ.লীগের বিশৃঙ্খলার চেষ্টার বিরুদ্ধে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

শ্রীপুর আ.লীগের বিশৃঙ্খলার চেষ্টার বিরুদ্ধে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

November 10, 2024 02:25:25 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুর আ.লীগের বিশৃঙ্খলার চেষ্টার বিরুদ্ধে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

মো. তুহিন, শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর:
আওয়ামী লীগের বিশৃঙ্খলার চেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে সারাদিন ব্যাপী উপজেলার তেলিহাটি ইউনিয়ন, শ্রীপুর থানা মোড়, মাওনা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য মুহাম্মদ আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে গাজীপুরের শ্রীপুরে বিশৃঙ্খলা ঠেকাতে এ কর্মসূচি পালন করা হয়।

বিএনপি নেতারা অভিযোগ করেন, গত জুলাইয়ে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাহির থেকে কর্মসূচি দিয়ে ও উস্কানিমূলক কথাবার্তা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন।

এ সময় মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, "গত ১৬ বছরের সৈরাচার হাসিনা দেশের জনগণকে এক প্রকার জিম্মি করে রেখেছিল। দীর্ঘদিন অতিষ্ঠ হয়ে ছাত্র-জনতা নিজেদের জীবন বাজি রেখে আন্দোলনে নামে। অনেক জীবনের বিনিময়ে অর্জিত এ বিজয় আমাদের ধরে রাখতে হবে। শেখ হাসিনার নির্দেশে, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। গাজীপুর-৩ আসনের আওতায় থাকা বিএনপির যেন বদনাম না হয় এবং কোথাও যেন কোন বিশৃঙ্খলা না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।"