Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে আশ্রয়ণ প্রকল্পে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

শ্রীপুরে আশ্রয়ণ প্রকল্পে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

February 02, 2024 01:05:31 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে আশ্রয়ণ প্রকল্পে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর  শীতবস্ত্র বিতরণ

আবদুল্লাহ তারেক রানা:
গাজীপুরের শ্রীপুরে চন্নাপাড়া আশ্রয়ন প্রকল্পে শীতবস্ত্র বিতরণ করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী।

এ সময় তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের প্রাণের মানুষ। আমরা যত বেশি আপনাদের কাছে যাই, আপনাদের সুখ দুঃখের কথা শুনি তিনি (প্রধানমন্ত্রী) তত বেশি খুশি হন মন্তব্য করে। প্রধানমন্ত্রী সব সময় বলেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। প্রধানমন্ত্রী শাকসবজি ফলমূল বাগানের ওপর জোর দিয়েছেন। যাতে নিজেদের উৎপাদিত শাক-সবজি, ফলমূল দিয়ে আপনাদের পরিবারের চাহিদা পূরণ করতে পারেন। আপনাদের সংসারের ব্যয় কমাতে পারেন।

তিনি আরো বলেন, আপনার বাড়ির আশপাশে যতটুকু জমি আছে, তা পুরোপুরি কাজে লাগান। যেন কোনো শাক-সবজি বাজার থেকে কিনতে না হয়। একটা করে পেয়ারা গাছ লাগাতে পারেন। আপনাদের পরিবারের পুষ্টি চাহিদা যাতে আপনারা পূরণ করতে পারেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া আশ্রয়ণ কেন্দ্রে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুয়ীতুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিন প্রমুখ।