Date: January 09, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে লিফলেট বিতরণ ও মিছিল

শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে লিফলেট বিতরণ ও মিছিল

January 08, 2025 12:36:05 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে লিফলেট বিতরণ ও মিছিল

মোঃ তুহিন:
আসন্ন গাজীপুর জেলা কর্মী সম্মেলন সফল করতে শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার গণসংযোগ মিছিল ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর কবির ও পৌর আমীর ডাঃ আনিসুজ্জামান। মিছিলে পৌর ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আফজাল হোসেন খান, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, জামায়াত নেতা আক্তারুজ্জামান মোল্লা, ডাঃ আজিজুল হক ও মোবারক হোসেন শ্যামল।

বক্তারা কর্মী সম্মেলনের তারিখ, সময় এবং স্থান সম্পর্কে জনগণকে অবহিত করেন এবং সবাইকে সম্মেলনে যোগদানের আহ্বান জানান।