Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ

শ্রীপুরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ

October 22, 2024 01:11:43 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন উপজেলার টেপিরবাড়ি এলাকার আমান বাংলাদেশ নামক কারখানার বর্জিত মালামাল সরবরাহের অর্ডার পাওয়া আক্তারুল আলম ও শাহজাহান মোড়ল।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে, ওই কারখানার মালামাল সরবরাহের জন্য ট্রাক নিয়ে কারখানায় পৌঁছালে, সেখানকার গেইটে তাদের ট্রাকটি আটকে দেন স্হানীয় তাইজুদ্দিন টেডন, রতন টেডন, শাহজাহান টেডন, এনামুল, খাদেমুলসহ কয়েকজন।

অভিযোগকারী ব্যবসায়ীরা জানান, বাঁধা প্রদানকারী চক্রটি তাদের কাছে প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেছে। তারা দাবি করেন, টাকা না দিলে কারখানায় ব্যবসা করতে পারবেন না বলে জানিয়ে দেয় চক্রটি।

ব্যবসায়ী আক্তারুল আলম বলেন, "আমাদের ব্যবসায়িক কাজে প্রায়ই এই চক্রটি বাধা দেয়। তাদের চাঁদা না দিয়ে ব্যবসা করা দুষ্কর হয়ে পড়েছে। এমন অবস্থায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক, না হলে চাঁদাবাজদের উপদ্রবে শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে।"

অভিযুক্ত রতন টেডনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "তারা প্রতিবারই মাল বের করে নিয়ে যায়, কিন্তু আমাদের টাকা দেয় না বলে প্রতিশ্রুতি দেয়। তাই আমরা গাড়ি আটকে দিয়েছি।"