Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে মুক্তিযোদ্ধা কর্তৃক সংবর্ধিত হলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী : টুসি

শ্রীপুরে মুক্তিযোদ্ধা কর্তৃক সংবর্ধিত হলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী : টুসি

January 25, 2024 01:18:17 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে মুক্তিযোদ্ধা কর্তৃক সংবর্ধিত হলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী : টুসি

আবদুল্লাহ তারেক রানা:
গাজীপুরের শ্রীপুরে মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে পিতার সহকর্মী মুক্তিযোদ্ধাদের কর্তৃক সংবর্ধিত হলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি।

বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবনে, মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের  সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়।

প্রতিমন্ত্রীর প্রয়াত পিতা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রমহত আলীর সহকর্মী  মুক্তিযোদ্ধাদের দেওয়া, সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমান আলী টুসি এমপি বলেন, আপনাদের মাঝে আমার পিতার প্রতিচ্ছবি দেখতে পাই, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আপনাদের সুপরামর্শ ও সহযোগিতায় , এবং জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, দেশ ও জাতির কল্যাণে কাজ করে সারা দেশে আপনাদের মূখ উজ্জল করতে চাই।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ জ ম এনামুল হক।
এর পূর্বে সকাল ১১টায় প্রতিমন্ত্রী শ্রীপুর উপজেলা প্রশাসন কর্তৃক  আয়োজিত  বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন এমপি টুসি।