শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় জুমার নামাজের পূর্ব মুহূর্তে মসজিদে ঢুকে দাতা পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া বায়তুল আতিন জামে মসজিদের পাশের মাঠে দাতা পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে দাতা সদস্য মামুন বেপারী জানান, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে খুতবা পাঠের পূর্ব মুহূর্তে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় মামুন বেপারীর বড় ভাই হুমায়ুন বেপারী ও চাচা তালেব হোসেনসহ কয়েকজন গুরুতর আহত হন।
মামুন বেপারী মসজিদের ভেতরে এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং আইনগত বিচারের দাবি জানান। এছাড়া, হামলাকারীদের সামাজিকভাবে বয়কটেরও আহ্বান জানান তিনি।