Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

March 05, 2024 05:39:47 AM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানো ও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের তৈরী হয়, দেড় ঘন্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আন্দোলনরত শ্রমিক , রিতা, নুরজাহান,আফসানা,নাছরিন ও জুনায়েদ জানান, আমরা এখানে রুম ভাড়া নিয়ে থাকি, পুরো মাসে মুদি দোকান থেকে বাকীতে দৈনন্দিন পণ্য কিনে, তা বেতন পেয়ে বিল পরিশোধ করি। কারখানা থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন না দিলে আমরা ঘর ভাড়া, দোকান বাকী পরিশোধ করতে পারি না। এনিয়ে দোকান মালিক ও বাড়ির মালিকদের কথা শুনতে হয়। আমাদের এই দুর্ভোগের কথা কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার বললেও তারা তা সমাধানে কোন উদ্যোগ নিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ, শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে।

শ্রমিকরা আরো বলেন, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে। আমাদের বেতন ৮হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯হাজার, ডাচ বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। আমাদের বেতন কম দেয়া হয়, তাও সময় মত দেয়া হয় না। প্রতি মাসের ১২ তারিখেরও আগেও বেতন দেয়া হয় না। ১৬তারিখের পর বেতন দেয়া হয়। শ্রমিকরা অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের কারখানার ম্যানেজার, জিএম’র কাছে বিষয়টি নিয়ে কথা বলার জন্য শ্রমিকরা গেলেও তারা কোন গুরুত্ব দেয় নি। তারা বলে তোমরা যা পারো তা বলে আমাদেরকে ভয় দেখায়। কারখানা কর্তৃপক্ষ  বলে তোমরা যদি আন্দোলন করে তাহলে কারখানা থেকে বের করে দিবো।

কারখানার অপারেটর সেলিনা জানান, বাৎসরিক ছুটির টাকা,চিকিৎসা ভাতা সহ আমরা নিজেরা অসুস্থ হয়ে গেলে চিকিৎসার  কোন সুযোগ সুবিধা নেই, আমাদের প্রাথমিক চিকিৎসা বাহিরে করতে হয়। কারখানার স্যারদের কাছে যোগাযোগ করলেও কোন সাড়া না দিয়ে তারা আরো ভয় দেখায়।

শ্রমিক আন্দোলনের যাওয়ার পরপরই শিল্প পুলিশ, থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। তারা শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকরা ফের মহাসড়কে অবরোধ তৈরী করলে সকাল ৮টায় শ্রমিক বুঝিয়ে কারখানার ভেতর নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাসে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেয়া হয়েছে।