Date: January 28, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে শেখ হাসিনার বিচার চেয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

শ্রীপুরে শেখ হাসিনার বিচার চেয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

November 06, 2024 09:17:43 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে শেখ হাসিনার বিচার চেয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: বৈষম্য আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এ বিক্ষোভে তিনি বলেন, “গত ১৫ বছরে শেখ হাসিনা জনগণকে জিম্মি করে রেখেছেন। এ আন্দোলনে ছাত্র-জনতা তাদের জীবন উৎসর্গ করেছে, সেই আত্মত্যাগের বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার নির্দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালানো প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই।”

মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আবুল হোসেন প্রধান, উপজেলা বিএনপির সদস্য শামীম মোড়ল, জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারি, উপজেলা বিএনপির শাহাবুদ্দিন বিএসসি, পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, শাহানুর সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারি, ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারসহ আরও অনেকে।

এর আগে, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুরের পিয়ার আলী ডিগ্রি কলেজ ও আব্দুল আউয়াল ডিগ্রি কলেজে ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।