Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিডিএস এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিডিএস এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

February 21, 2024 01:24:26 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিডিএস এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আবদুল্লাহ তারেক রানা, শ্রীপুর, গাজীপুর:
আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুর শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিডিএস এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মাওনা চৌরাস্তা উরাল সেতুর নিচে  রক্তের গ্রুপ নির্ণয় এর কার্যক্রম চালায় সংস্থাটির বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। ‘রক্ত দিন জীবন বাঁচান’ স্লোগানকে সামনে রেখে শ্রীপুরের মাওনা চৌরাস্থা উড়াল সেতুর নিচে অনলাইন ও অফলাইন ভিত্তিক সর্বজনীন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্লাড ডোনেশন সোসাইটি ২০১০-বিডিএস এর উদ্যাগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম ও সিনিয়র এডমিন হুমায়ুন কবির,  উদ্ধোধক ছিলেন  গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাছির মোড়লসহ  সংগঠনের নেতৃবৃন্দ।