Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / শরীয়তপুর কৃষি ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল-২০২৩ উত্থাপনের সুপারিশ

শরীয়তপুর কৃষি ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল-২০২৩ উত্থাপনের সুপারিশ

October 08, 2023 12:44:18 PM   বজ্রশক্তি ডেস্ক
শরীয়তপুর কৃষি ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল-২০২৩ উত্থাপনের সুপারিশ

বজ্রশক্তি ডেস্ক:

শরীয়তপুর কৃষি ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল-২০২৩ প্রয়োজনীয় সংশোধন করে আগামী সংসদ অধিবেশনে উত্থাপনের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ রোববার (৮ অক্টোবর) জাতীয় সংসদ অধিবেশনে একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সভাপতি সাগুপতা ইয়াসমিন সভাপতিত্ব করেন। এসময় কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ফজলে হোসেন বাদশা, এম এ মতিন, গোলাম কিবরিয়া টিপু এবং মো. মহিউদ্দিন বাচ্চু অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ. কে.এম শাহজাহান কামাল এমপির মৃত্যুতে কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে ২০তম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি, 'বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩' এবং 'ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩' সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি 'বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩' এবং 'ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩' প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন করে জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপনের সুপারিশ করে।

বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।