Date: October 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / শাহবাগঅবরোধ করে রিকশাওয়ালাদের বিক্ষোভ

শাহবাগঅবরোধ করে রিকশাওয়ালাদের বিক্ষোভ

August 26, 2024 12:20:41 PM   নিজস্ব প্রতিনিধি
শাহবাগঅবরোধ করে রিকশাওয়ালাদের বিক্ষোভ

স্টাফরিপোর্টার

রাজধানীরপ্রধান সড়কগুলোয় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন পায়ে চালিত রিকশার চালকরা। আজ সোমবার (২৬আগস্ট) বেলা ১১টার দিকে পায়ে চালিত রিকশা নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শত শত চালক।এতে মোড়ের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহত্তরঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের ব্যানারে অবরোধ কর্মসূচিপালন করছেন চালকরা।

এসময়চলবে না চলবে না, অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা চলতে দেওয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য মানি না মানবো নাসহ নানা স্লোগানদিতে থাকেন প্যাডেল চালিত রিকশাচালকরা।

আন্দোলনেরবিষয়ে অবরোধকারী রিকশাচালকরা বলেন, অটোরিকশার চালকরা যাত্রীদের কাছ থেকে ন্যায্য ভাড়া আদায় করে না। তারা যেখানে ৫০ টাকা ভাড়া, সেখানে ২০ টাকায় চলেযায়। তাদের কারণে আমরা কোনও যাত্রী পাই না। 

তারাআরও বলেন, সারা দিন রিকশা চালিয়ে আমরা যে টাকা কামাইকরি, তা দিয়ে নিজেরাইচলতে পানি না। দিনশেষে হাতে কোনও টাকা থাকে না। পরিবারের জন্যও বাড়িতে কোনও টাকা পাঠাতে পারি না।

তাদেরদাবি, আগে এলাকার অলিগলিতে অটোরিকশা চলতো, এখন তারা প্রধান সড়কে অটোরিকশা চালায়। প্রধান সড়কে অটোরিকশা ট্রাফিক আইন মেনে চলে না। এদের কারণে যানজট তৈরি হয়, দুর্ঘটনা ঘটে। ব্যাটারিচালিত রিকশাচালকরা ইনকামের জন্য নিয়ম না মেনে ইচ্ছামতো চালায়।

এপ্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন বলেন, চালকরা কিছু দাবি নিয়ে সড়কে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ অবস্থান করে পরে তারা চলে যান। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করছে।