Date: January 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / বলিউড বাদশাহ শাহরুখের সিনেমায় রাম চরণ?

বলিউড বাদশাহ শাহরুখের সিনেমায় রাম চরণ?

March 07, 2023 07:49:20 PM   ডেস্ক রিপোর্ট
বলিউড বাদশাহ শাহরুখের সিনেমায় রাম চরণ?

রূপালি জগৎ ডেস্ক:
বলিউড বাদশা শাহরুখ খান। চার বছরের বিরতি ভেঙে চলতি বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করেছে ভক্তদের। শাহরুখের পরবর্তী সিনেমা ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এ সিনেমা নিয়েও দারুণ আশাবাদী দর্শকরা।
এদিকে, সিনেমাটিতে রাম চরণের যুক্ত হওয়ার গুঞ্জন ফিল্ম ইন্ডাস্ট্রিতে উড়ছে। সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নির্মাতারা ‘জওয়ান’ সিনেমার জন্য প্রতিষ্ঠিত একজন অভিনেতাকে নেওয়ার পরিকল্পনা করেছেন। সিনেমাটির একটি বিশেষ চরিত্রের জন্য আল্লু অর্জুন ও জুনিয়র এনটিআরকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা রাজি হননি। এখন রাম চরণকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘রাম চরণ এখনো সিনেমাটিতে চুক্তিবদ্ধ হননি। অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান তিনি। ভারতে ফেরার পর বোঝা যাবে বিশেষ চরিত্রে তিনি অভিনয় করবেন কিনা। রাম চরণ যদি সিনেমাটিতে যুক্ত হন, তবে দারুণ কিছু পাবেন দর্শকরা।’ মূলত, অ্যাকশন ঘরানার সিনেমার পরিচালক হিসেবে বিখ্যাত অ্যাটলি। শাহরুখের সঙ্গে এটাই তার প্রথম কাজ। কেমন হতে চলেছে দক্ষিণের তারকা পরিচালক আর বলিউডের সুপারস্টারের ‘জওয়ান’? উত্তর জানা যাবে চলতি বছরের ২ জুন। কারণ এদিন হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। এটি প্রযোজনা করছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।