Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / সিএমএসএফ: ১১শর বেশি বিনিয়োগকারীকে টাকা ও শেয়ার দিয়েছে

সিএমএসএফ: ১১শর বেশি বিনিয়োগকারীকে টাকা ও শেয়ার দিয়েছে

July 30, 2023 08:55:44 AM   ডেস্ক রিপোর্ট
সিএমএসএফ: ১১শর বেশি বিনিয়োগকারীকে টাকা ও শেয়ার দিয়েছে

ডেস্ক রিপোর্ট:

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) আকার ১২৭০ কোটি টাকা দাঁড়িয়ে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত স্থিতিশীল তহবিলে বিনিয়োগকারীদের অবণ্টিত ও দাবিহীন ৭১০ কোটি টাকার শেয়ার এবং ৫৬০ কোটি টাকা নগদ জমা হয়েছে।

আজ রোববার রাজধানীর পল্টনে ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সিএমজেএফ টকে সভাপতিত্ব করেন সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু আলী। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বলেন, ১২৭০ কোটি টাকার মধ্যে ১১০০শর বেশি বিনিয়োগকারীদের গ্রাহকের টাকা ও বোনাস শেয়ার পরিশোধ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, পুঁজিবাজার স্থিতিশীলকরণ ও বিনিয়োগকারীদের অর্থ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে এই ফান্ডটি গঠিত হয়। এই ফান্ড থেকে পুঁজিবাজার স্থিতিশীলতার জন্য ২৭৫ কোটি টাকা।