Date: April 19, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / সাকিব-লিটনদের আইপিএল প্রসঙ্গে হাথুরুসিংহের ভাষ্য

সাকিব-লিটনদের আইপিএল প্রসঙ্গে হাথুরুসিংহের ভাষ্য

March 26, 2023 09:55:12 PM   ক্রীড়া প্রতিবেদক
সাকিব-লিটনদের আইপিএল প্রসঙ্গে হাথুরুসিংহের ভাষ্য

ক্রীড়া প্রতিবেদক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে খেলতে বিসিবির কাছে এনওসি (অনাপত্তিপত্র) চেয়ে আবেদন করেছিলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। কিন্তু তাদের আবেদনে পুরোপুরি সাড়া দিচ্ছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দলের গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটারকে পুরো আইপিএলের জন্য ছাড়তে নারাজ বিসিবি।
আর এবার সাকিব-লিটনদের আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ রোববার টি-টোয়েন্টি সিরিজের আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আমি মনে  করি বোর্ডের সিদ্ধান্ত হলো আগে নিজের দেশ, পরে অন্যকিছু। আর বোর্ড তাদের এনওসি দেওয়ার পাশাপাশি নিলামে তাদের নাম নিবন্ধন করার আগেই, তারা কত সময়ের জন্য খেলতে পারবেন  সেই বিষয়ে জানিয়েছে।’
আইপিএলে অংশ নিয়ে কতটুকু উন্নতি হচ্ছে ক্রিকেটারদের, ‘এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, আমার মনে হয়, আইপিএলে খেলে তারা যথেষ্ঠ দক্ষ হয়েছে। কারণ আইপিএল খুবই উঁচু মানের একটা টুর্নামেন্ট। তাও আমি বলব নিজের দেশের জন্য খেলাই সব ক্রিকেটারের প্রথম প্রাধান্য হওয়া উচিত। আর এই বিষয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।’
৩১ মার্চ শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। তাতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা সাকিব ও লিটনের। তবে ৪ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। পাঁচ দিন পর্যন্ত খেলা হলে টেস্টটি শেষ হবে ৮ এপ্রিল। অর্থাৎ, শুরুর এক সপ্তাহে আইপিএলে থাকতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। তবে শুরু থেকেই দিল্লির হয়ে খেলার সুযোগ পাচ্ছেন পেসার মুস্তাফিজুর রহমান।