Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / সাকিবের আগে এখন শুধু জয়সুরিয়া

সাকিবের আগে এখন শুধু জয়সুরিয়া

July 11, 2023 02:28:58 PM   ক্রীড়া ডেস্ক
সাকিবের আগে এখন শুধু জয়সুরিয়া

খেলারপত্র ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান মাঠে নামবেন আর রেকর্ড হবে না এমনটা যেন বিরল ঘটনা। ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডে নিজের নাম বসিয়েছেন। মাঠের পারফরম্যান্সে এই বিশ্বসেরা অলরাউন্ডার গেল এক যুগ ধরে নিজেকে প্রমাণ করে চলেছেন।
সর্বশেষ ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে বিশ্বের নবম বোলার হিসেবে ঘরের মাঠে ৪০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব। একইসঙ্গে এই কীর্তি গড়ার দিক থেকে তিনি পঞ্চম স্পিনার এবং প্রথম বাঁ-হাতি বোলার। এছাড়া ‘৪০০’ উইকেট নেওয়া ৯ বোলারের মধ্যে সেরা স্ট্রাইকরেটও সাকিবেরই। এমনকি প্রতি ৪২.৬ বলের পর তিনি একটা করে উইকেট নিয়েছেন। যেখানে তিনিই সবার শীর্ষে।
আজ শেষ ওয়ানডেতে আরেকটি ভিন্ন রেকর্ড গড়লেন সাকিব। এদিন নাজিবুল্লাহ জাদরানকে ফেরানোর মধ্যে দিয়ে ওয়ানডে ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩০৫। যেখানে বাঁহাতি স্পিনার হিসেবে উইকেটশিকারির তালিকায় সাকিবের সাথে যৌথভাবে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি। তবে কিউই এই স্পিনারের থেকে ৬০ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন সাকিব। 
এছাড়া বাঁহাতি স্পিনার হিসেবে ওয়ানডে ইতিহাসে সাকিবের চেয়ে বেশি উইকেট আছে আর কেবল সনাৎ জয়সুরিয়ার। আর ১৮ উইকেট সংগ্রহ করলেই সাকিব স্পর্শ করবেন জয়সুরিয়াকে। এদিকে আর ২৬ উইকেট সংগ্রহ করলে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট হবে সাকিবের।