Date: January 03, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / 'সত্য ও শোষিতের পক্ষে' শ্লোগানে গাজীপুর সাংবাদিক পরিষদ-এর আত্মপ্রকাশ

'সত্য ও শোষিতের পক্ষে' শ্লোগানে গাজীপুর সাংবাদিক পরিষদ-এর আত্মপ্রকাশ

December 31, 2024 01:13:04 PM   উপজেলা প্রতিনিধি
'সত্য ও শোষিতের পক্ষে' শ্লোগানে গাজীপুর সাংবাদিক পরিষদ-এর আত্মপ্রকাশ

শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে 'গাজীপুর সাংবাদিক পরিষদ' নামের একটি ভিন্নধর্মী চিন্তা-ধারার সংগঠন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রয়াত সাংবাদিক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে এ সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, 'সত্য ও শোষিতের পক্ষে' শুধু একটি শ্লোগান নয়; এটি বহুমাত্রিক চিন্তা ও কর্মের কন্ঠস্বর হিসেবে নিবেদিত থাকবে দেশ, বিপন্ন মানুষ এবং মানবতার জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। তিনি গাজীপুরে এত সংগঠন থাকা সত্ত্বেও এই নতুন সংগঠনটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক মিঠুন সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান কবি অসীম বিভাকর। গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনসহ দেশ বরেণ্য সাংবাদিকদের প্রসঙ্গ টানেন। বিশেষ আলোচনায় অংশ নেন পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহাম্মাদুল কবীর খোকন এবং কলাম লেখক ও সাংবাদিক সাঈদ চৌধুরী।

প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন ২০২৫-২০২৬ সনের জন্য কমিটি ঘোষণা করেন। দৈনিক দেশ বর্তমান পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো. মোজাহিদকে সভাপতি এবং সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান সবুজকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

অন্যান্য দায়িত্বশীলরা হলেন: সিনিয়র সহসভাপতি প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, সহ সাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম, দফতর সম্পাদক এস এম জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ শওকত হোসেন, সহ দফতর শরীফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-সাদি, আইন সম্পাদক সাইফুল ইসলাম শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতাপ চন্দ্র বর্মণ, ধর্ম সম্পাদক মনজুর আলম ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান মিঠুন।

কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যরা হলেন, সাঈদ চৌধুরী, মিঠুন সিদ্দিকী, জুবায়ের প্রধান, অমিতাভ হালদার, শরীফুল ইসলাম, দেলোয়ার শিকদার, মো. সাদ্দাম হোসেন, জাহিদুল ইসলাম খান, সাইদুল ইসলাম রানা, ইকবাল হোসেন, মো. মনিরুজ্জামান ও মোবারক হোসেন।

বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং এটি গাজীপুরে সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।