Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / সোনাক্ষী-জহিরের বিয়ের নিমন্ত্রণপত্রে থাকছে বিরাট চমক

সোনাক্ষী-জহিরের বিয়ের নিমন্ত্রণপত্রে থাকছে বিরাট চমক

June 14, 2024 01:29:07 PM   বিনোদন প্রতিবেদক
সোনাক্ষী-জহিরের বিয়ের নিমন্ত্রণপত্রে থাকছে বিরাট চমক

বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিভিন্ন সূত্রে জানা গেছে, এরই মধ্যে নাকি বিয়ের কার্ডও ছাপা হয়েছে। বেশ কিছুদিন ধরেই অভিনেতা জহির ইকবালের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। তাই আর দেরি না করে এবার বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন এ বলিউড তারকা।


এদিকে ‘কে এই জহির ইকবাল’- এমন প্রশ্ন সোানাক্ষী ভক্ত ও নেটিজেনদের। তার সঙ্গে নাকি সালমান খানেরও বিশেষ যোগাযোগ রয়েছে। সোনাক্ষীর হবু স্বামীর পুরো নাম জহির ইকবাল রতনসি। ১৯৮৮ সালের ১০ ডিসেম্বর জন্ম তার। জাহিরের বাবা ইকবাল রতনসি পেশায় একজন গহনা ব্যবসায়ী। সালমানের সঙ্গে তারও বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে।


আরও জানা গেছে জাহির ইকবালের বোন একজন ‘সেলেব্রিটি স্টাইলিস্ট’ আর ভাই পেশায় ‘কম্পিউটার ইঞ্জিনিয়র’। ২০১৪ সালে সোহেল খানের সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করতেন জহির ইকবাল। এরপর ২০১৯ সালে সালমান খানের প্রযোজনা সংস্থার ‘নোটবুক’ সিনেমায় জাহিরের প্রথম অভিনয়।

সালমান খানের সিনেমা ‘দাবাং’ (২০১০) থেকেই সোনাক্ষীরও অভিনয়ের যাত্রা শুরু। সালমান খানের সঙ্গে জহিরের বাবার ঘনিষ্ঠ সম্পর্ক অনেকদিনের। তাই সালমানের পরিবারেও জহিরের আসা যাওয়া লেগেই ছিল।


আসছে ২৩ জুনই সোনাক্ষী-জাহিরের বিয়ের আসর বসছে। বিয়ের খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের পক্ষ থেকে প্রশ্ন উঠছে, ঠিক কীভাবে তাদের প্রেম শুরু হয়েছিল এই। সালমানের জন্যই নাকি জহিরের সঙ্গে প্রথম দেখা এ তারকা জুটির।

সালমানের বাড়ির এক অনুষ্ঠানেই প্রথম সাক্ষাৎ সোনাক্ষী ও জহিরের। সেখান থেকেই আলাপ, যা প্রেমের সম্পর্কে রূপ নেয়। তবে প্রেমের ব্যাপারে কখনোই খুব একটা রাখঢাক করেননি সোনাক্ষী। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই উপস্থিত হয়েছেন তারকা-জুটি।

এমনকি সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা খোলাখুলিই বলেছেন সোনাক্ষী ও জাহির। কিছু দিন আগেই কপিল শর্মার শো-তেও ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি এবার বিয়ে করতে প্রস্তুত। সেই ইঙ্গিতই বাস্তবেও ফলছে।


বিয়ের প্রস্তুতির পাশাপাশি এই মুহূর্তে ‘হীরামন্ডি’র সাফল্যও উপভোগ করছেন সোনাক্ষী। শোনা যাচ্ছে এ সিরিজের গোটা টিম রয়েছে নিমন্ত্রিতদের তালিকায়। এ ছাড়াও সালমান খানের পরিবারের প্রত্যেকে নিমন্ত্রিত এ বিয়েতে।

বিয়েতে রয়েছে একটি বিশেষ ‘থিম’। ম্যাগাজিনের প্রচ্ছদের আদলে তৈরি এই নিমন্ত্রণপত্রের ‘থিম’। আর সেখানে ক্যাপশন হিসেবে থাকছে ‘রিউমরস আর ট্রু’।