বজ্রশক্তি ডেস্ক:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব লড়াই সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব৷ আগস্ট মাস আমাদের জন্য বেদনাদায়ক একটি মাস৷ এ মাসেই বঙ্গবন্ধুর পরিবারের অনেককেই হারিয়েছি৷
আজ(৮ আগস্ট) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন৷
প্রতিমন্ত্রী বলেন, ৫৫ বছরের জীবনে ১৪ বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন বঙ্গবন্ধু৷ এই দুর্বিষহ সময়েও বঙ্গমাতা সবকিছু আগলে রেখেছেন৷ বঙ্গবন্ধুর যেকোনো পরিস্থিতিতে বঙ্গমাতা ছায়াসঙ্গী ছিলেন, সাহস জুগিয়েছেন৷
তিনি বলেন, পরিবার তথা স্ত্রীর কাছ থেকে বঙ্গবন্ধু যে সমর্থন পেয়েছেন, এ সমর্থনই তাকে টিকে থাকতে এবং দেশের জন্য কাজ করতে অনুপ্রেরণা জুগিয়েছেন৷ বিষয়টি সব ধরনের পরিস্থিতি মোকাবিলার রসদ জুগিয়েছে৷