বিদায়ী সরকারের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র বনানীর ‘প্রিয় প্রাঙ্গণ’ ভবনে মধ্যরাত থেকে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান চলাকালে ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। রাতভর চলমান অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করেন তারা।
এসময় ভবনের ভেতরে কোনও সংবাদকর্মীকে ঢুকতে দেওয়া হয়নি। ভোররাত পর্যন্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও সেখানে উপস্থিত ছিলেন।
অভিযানের পর মি. নুর সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, নসরুল হামিদের ওই বাড়িতে বিপুল পরিমাণ অর্থ ছিল, যা আন্দোলনের সময় পেশাদার সন্ত্রাসীদেরকে দেওয়া হয়েছে।
“এই ভবনে ইলেক্ট্রিক লকারে ডলার, টাকা অনেক কিছু আছে। সেখন থেকেই হামলাকারীদের অর্থ সরবরাহ হতো। তার নিরাপত্তা কর্মীদের কাছ থেকে এসব তথ্য জেনেছি আমরা,” বলেন মি. নুর।
তিনি অভিযোগ করেছেন যে তথ্য দেওয়ার পরও এই বাড়িতে যথা সময়ে অভিযান চালানো হয়নি।