
তরিকুল ইসলাম:
সিরাজগঞ্জে রিকশাচালক হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রিকশাচালক হত্যার বিচারের দাবিতে জেলার সদর থানার বাজার স্টেশন এর সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জেলা রিকশাচালক শ্রমিক ইউনিয়ন।
মানববন্ধনে ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান বলেন, হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অনিবন্ধিত অটোরিকশা শহরে প্রবেশ বন্ধ করতে হবে। রিকশাচালকদের উপর চাঁদাবাজি বন্ধ করতে হবে। বাজার স্টিশনের সামনে অবৈধভাবে রাখা আন্ত জেলা বাস সরিয়ে নিতে হবে।
ইউনিয়নের সেক্রেটারি আবু হানিফ খান বলেন, এ সকল দাবি পূরণে ব্যর্থ হলে ইউনিয়ন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সক্ষমতা রাখে। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, আব্দুল বাসেত, মেরাজুল ইসলাম মেরাজ।