Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / সিরাজগঞ্জের নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

November 12, 2023 05:06:27 PM   জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

তরিকুল ইসলাম:
সিরাজগঞ্জের যমুনা নদীর চর থেকে জহুরুল ইসলাম জয় (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মালশাপাড়া (ক্রসবার-৩) এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।

জহুরুল শনিবার দুপুর ২ ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেন নি বলে জানিয়েছে তার পরিবার। নিহত জহুরুলল ইসলাম জয় সদর উপজেলার বিয়ারাঘাট এলাকার নুর হোসেনের ছেলে।

নিহতের পরিবার  জানায়, রোববার সন্ধ্যায় লোক মুখে জানতে পারি যমুনার চরে এক যুবকের লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই লাশটি আমার ভাতিজার।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, একদিন আগে তাকে হত্যা করা হয়েছে। তবে, কিভাবে তাকে মারা গেছে তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।