Date: February 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা চান গার্মেন্টস শ্রমিকরা

সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা চান গার্মেন্টস শ্রমিকরা

August 11, 2023 11:12:27 AM   ডেস্ক রিপোর্ট
সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা চান গার্মেন্টস শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট: 
সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা ও সোয়েটারের পিসরেট নির্ধারণসহ সব গ্রেডের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।

আজ(১১ আগস্ট) প্রেস ক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এসব দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাসা ভাড়াসহ সব কিছুর ভাড়া বাড়ায় গার্মেন্টস শ্রমিকরা দুর্বিষহ জীবন যাপন করছেন। তাই অবিলম্বে গার্মেন্টস শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। পাশাপাশি বেসিক ৬৫ শতাংশে নিচে করা যাবে না। বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং ৭টি গ্রেডের পরিবর্তে ৫টি গ্রেড করতে হবে।

এ সময় আগামী এক মাসের মধ্যে মজুরি ঘোষণা না করা হলে এবং দাবি আদায়ে সরকারের কার্যকর উদ্যোগ দেখা না গেলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, উপদেষ্টা আব্দুল্লাহ আল ক্বাফি রতন, সহ-সভাপতি জলি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ।