Date: March 31, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধ, হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধ, হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

March 20, 2025 03:35:04 PM   উপজেলা প্রতিনিধি
সরিষাবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধ, হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাসেল মিয়া (৩৫) নামে এক হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে পৌরসভার আরামনগর বাজারের পাবলিক টয়লেট সংলগ্ন একটি দোকান থেকে তার হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত রাসেল আরামনগর বাজারের চা দোকানদার অহিদুল মিয়ার ছেলে। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

নিহতের বাবা অহিদুল মিয়া ও বোন রাশেদা জানান, রাসেল মোবাইলে বিভিন্ন অনলাইন খেলায় আসক্ত হয়ে পড়েছিলেন এবং এতে ঋণগ্রস্ত হয়ে যান। পাওনাদাররা তাকে কয়েকদিন ধরে চাপ দিয়ে আসছিল। বুধবার দুপুরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপর থেকে সে আর ফিরে আসেনি।

চা দোকানদার হাফিজুর রহমান জানান, তার দোকান সংস্কারের কাজ চলছিল। সকালে দোকান খুলে ভেতরে ঢুকে তিনি দেখতে পান, রাসেল ঘরের চালের কাঠের সাথে গলায় রশি লাগানো অবস্থায় ঝুলে আছেন, পেছন থেকে হাত ও পা বাঁধা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ন্যায়বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।