Date: April 24, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

April 24, 2025 01:53:27 PM   উপজেলা প্রতিনিধি
সরিষাবাড়ীতে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের শশারবল গ্রামে কস্টিপে মোড়ানো অভিনব কায়দায় লুকানো ১৮ কেজি গাঁজাসহ সোহেল রানা (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোররাতে ঘোড়ার মোড় সংলগ্ন শশারবল এলাকায় এই যৌথ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি শশারবল গ্রামের আলাউদ্দিনের ছেলে সোহেল রানা। গোপন সংবাদের ভিত্তিতে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, সোহেল রানা একজন আন্তঃজেলা চক্রের সক্রিয় মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে জামালপুরসহ পার্শ্ববর্তী জেলা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

ওসি মো. চাঁদ মিয়া বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সোহেল রানাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।’