
সরিষাবাড়ী সংবাদদাতা:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু রোগীদের দ্বিতীয়তলায় ওঠানোর জন্য ট্রলি উপহার দিয়েছে ব্লাড ডোনার ক্লাব।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ট্রলিটি হস্তান্তর করা হয়। ট্রলি গ্রহণ করেন চিকিৎসক ডা. দেবাশীষ রাজবংশী ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি অধ্যাপক মো. শহিদুল্লাহ্, উপদেষ্টা প্রভাষক শামীম হোসাইন সোহেল, সাধারণ সম্পাদক সাঈদ জুবায়ের রাব্বি, সহসভাপতি মোখলেছুর রহমান এবং সদস্য গোলাম কিবরিয়া তরফদার সুমন, জমশেদুল মল্লিক সনি, আমানুল্লাহ্ আলিফ, মঞ্জুরুল মোর্শেদ রনি প্রমুখ।
ব্লাড ডোনার ক্লাবের সভাপতি অধ্যাপক মো. শহিদুল্লাহ্ বলেন, "সরিষাবাড়ী হাসপাতালটি অনেক পুরোনো হলেও নীচতলা থেকে দ্বিতীয়তলায় রোগী ওঠানোর কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না। রোগীদের সেবা সহজলভ্য করতে ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে এই ট্রলি উপহার দেওয়া হয়েছে।"