Date: February 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

February 22, 2025 01:30:55 PM   উপজেলা প্রতিনিধি
সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে জুম্মার নামাজের সময় বন্ধ থাকা মোবাইল ফোনের দোকানে চুরি করতে গিয়ে আকবর আলী সুমন (৩০) নামে এক চোর জনতার হাতে আটক হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে পৌর এলাকার আরামনগর বাজারের পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে আটককৃত চোরকে পুলিশের হাতে তুলে দেয় জনতা।

আটককৃত চোর আকবর আলী সুমন কুমিল্লার দেবীপুর থানার আলমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে৷

স্থানীয় সূত্রে জানা যায়, আরামনগর বাজারের পৌর মার্কেটে শান্ত মিয়া দুপুরে নামাজের জন্য মোবাইলের দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে নামাজ শেষে দুপুর ২টার দিকে দোকান খুলতে এসে দেখতে পান দোকানের তালা ভাঙা। পরে দোকানের সার্টার তুলে দেখেন ব্যাগ ভর্তি করে মোবাইল চুরি করছেন চোর চক্রের সুমন সহ ৩ জন। এ সময় দোকান মালিক শান্তর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এক চোরকে ধরে ফেলে। এসময় সাথে থাকা আরও দুই চোর পালিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘মোবাইল ফোনের দোকানে চুরির সময় জনতার হাতে এক চোর আটক হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে আটক চোরকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।